দক্ষিণবঙ্গে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে জল ছাড়া হয়েছে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে। এর ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। কয়েকটি এলাকায় ইতিমধ্যে জল ঢুকেছে বলে খবর পাওয়া গিয়েছে।
ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে জানান, হাওড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানের একাধিক পদস্থ আধিকারিককে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিম্ন দামোদরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের দ্রুত সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে সোমবারের পর মঙ্গলবারও বীরভূমের কঙ্কালিতলা জলমগ্ন রয়েছে। জল না নামা পর্যন্ত সেখানে পুজোর কাজকর্ম বন্ধ থাকবে।
অন্যদিকে বাঁকুড়ার ইন্দাসে বৃষ্টি থেমে গেলেও এখনও পর্যন্ত বহু ঘরবাড়ি চাষের জমি জলের তলায়। ইন্দাস ব্লকের দীঘল গ্রাম পঞ্চায়েতের বক্তারপুর এলাকার বহু বসতবাড়ি এখনও জলমগ্ন। সেখানকার এখনও পর্যন্ত ৮০টি মাটির বাড়ি ভেঙে পড়েছে।