পুজোর (Durga Puja 2023) আর মাত্র ২ সপ্তাহ বাকি। প্রস্তুতিতে বাদ সেধেছে বৃষ্টি। রাজ্যের অধিকাংশ উদ্যোক্তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে। নিম্নচাপে প্রভাবে টানা বৃষ্টির জেরে প্রভাব পড়ল ঘাটালের (Ghatal) একাধিক পুজো মণ্ডপে।
শুক্রবার সকাল পর্যন্তও সব কিছুই ঠিক ঠাক ছিল। জোর কদমে চলছিল পুজোর প্রস্তুতি। ইতিমধ্যেই বাঁশের কাঠামোও তৈরি হয়ে গিয়েছে। কিন্তু আচমকাই বাদ সাধে শিলাবতী নদীর জল।
জলস্তর বেড়ে গিয়ে প্লাবিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১৩ টি ওয়ার্ড-সহ মনসুকার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। আর সেই জলই ঢুকে পড়েছে একাধিক দুর্গা পুজোর মণ্ডপে। কোথাও আবার হাঁটু সমান জল।
আরও পড়ুন - বাংলাদেশের দিকে নিম্নচাপ, মেঘ সরিয়ে মিলল রোদের দেখা, আর কী জানাল হাওয়া অফিস ?
ঘাটালের সৎসঙ্গ পল্লী, ঘাটাল রামচন্দ্রপুর সর্বজনীন, গড় প্রতাপনগর, প্রগতি ক্লাব, শুক চন্দ্রপুর, আগমনী স্টার দুর্গোৎসব কমিটি, আরগোড়া মহাপ্রভু পল্লি-সহ বেশ কয়েকটি মন্ডপে ঢুকে গিয়েছে বন্যার জল। ফলে মাথায় হাত পড়েছে পুজো কমিটির কর্মকর্তাদের।