এখনও ডিজিটাল রেশন (Digital Ration Card) কার্ড হয়নি! তাহলে বিপদে পড়তে পারেন আপনি! রেশন কার্ড নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্যের খাদ্য দফতর (Food Department)। ডিজিটালাইজেশনের দিকে ঝুঁকছে দেশ। ব্যাঙ্ক থেকে বিল সব পরিষেবাই ডিজিটাল হয়ে গিয়েছে। সেই পথে হেঁটে গতবছরই রেশন কার্ড ডিজিটাল করার সিদ্ধান্ত নেয় রাজ্য। এবার সেই নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্যের খাদ্য দফতর।
জানা গিয়েছে, এবার রেশন কার্ড ডিজিটাল না হলে আর পাওয়া যাবে না কেরোসিন তেল। ডিজিটাল রেশন কার্ড না থাকলে আগে চাল ও গম দেওয়া বন্ধ করে দিয়েছিল রাজ্য সরকার। এবার ডিজিটাল কার্ড না থাকলে কেরোসিন তেলও তোলা যাবে না। এমনটাই জানিয়েছে রাজ্যের খাদ্য দফতর। বর্তমানে ডিজিটাল কার্ড না থাকলেও কেরোসিন তেল দেওয়া চালু ছিল। কার্ড পিছু দেড়শো মিলিলিটার করে কেরোসিন তেল পাওয়া যায়। এবার খাদ্য দফতর জানিয়ে দিয়েছে আগামী জুন মাস থেকে এভাবে তেল পাওয়া যাবে না।
আরও পড়ুন: গরমে বিয়ার বাড়ন্ত! চাহিদা সামাল দিতে 'রেশন'-এর সিদ্ধান্ত আবগারি দফতরের
এখনও পর্যন্ত অনেক গ্রাহক আছে, যাদের কার্ড ডিজিটাল হয়নি। রাজ্য সরকার দ্রুত সেই প্রক্রিয়াও খোলা রেখেছে। যাতে ১ জুনের মধ্যে দ্রুত গ্রাহকরা ডিজিটাল কার্ড করিয়ে নিতে পারেন।