ধর্ম যার যার, উৎসব সবার। এই ধারাতেই বিশ্বাস করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তাঁর বিশ্বাসের সম্পূর্ণ প্রতিফলন পাওয়া গেল দুর্গাপুরের আকবর রোডে। যেখানে মুসলিম পরিবারে মহা ধূমধামে হয়ে গেল গণেশ পুজো। এই প্রথম নয়, গত তিন বছর ধরে এই পুজো হয়ে আসছে পেশায় ফিজিওথেরাপিস্ট কাজী মহম্মদ মুস্তাফার বাড়িতে।
কী ভাবে শুরু হল এই পুজো ?
তিন বছর আগে মেয়ের ইচ্ছাতেই এই বাড়িতে এসেছিলেন সিদ্ধিদাতা। তারপর এখন মুস্তাফাদের বাড়ির গণেশ পুজো এখন সর্বজনীন। ফল কাটা থেকে ভোগ তৈরি। সব ব্যাপারেই মুস্তাফা পত্নী কাজী রেহানার সঙ্গী পাড়ার মহিলারা। এবারও মঙ্গলমূর্তিকে বসিয়ে পুজো করেছে মুস্তাফা পরিবার।
সকাল থেকে আয়োজন ছিল দেখার মতো। খিচুড়ি ভোগ থেকে আলু ফুলকপির তরকারি, সব ছিল আয়োজনে। পুজোর পর পাত পেরে ভোগ খাওয়ার আনন্দ ধরা পড়েছে এই বাড়িতে। আসলে ছোট থেকে সব ধর্মকে সম্মান করেছেন কাজী মুস্তাফা। বড় হয়েছে সব ধর্মের মাঝে। তাই তিন বছর আগে মেয়ের ইচ্ছাকে অগ্রাধিকার দিয়েছেন।
স্বামীর সঙ্গে রেহানাও ভালবাসেন তাঁর বাড়ির এই উৎসবে সবাইকে আমন্ত্রণ জানাতে। তিনি চান আগামী দিনে এই পুজোকে আরও এগিয়ে নিয়ে যেতে। বলা হয়, করম উৎসব থেকেই শুরু হল বাংলার পার্বণ। তবে, আধুনিক বঙ্গ সমাজে গণেশ পুজো তাতে ভাগ বসিয়েছে। তাতে কী, উৎসব তো উৎসবই হয়। আর তাই ধর্ম যার যার উৎসব সবার, তা আক্ষরিক দুর্গাপুরের আকবর রোডের মুস্তাফা পরিবারে।