জিটিএ নির্বাচনের (GTA Election) বিরোধিতায় আগেই অনশনে বসেছেন দলীয় কর্মীরা । এবার তাঁদের নেতৃত্ব দিতে বুধবার অনশনে বসছেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং (Bimal Gurung) । তিনি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এদিন সকাল ১১টার সময় সিংমারির দলীয় কার্যালয়েই অনশনে বসবেন বিমল গুরুং (Bimal Gurung will participate in Hunger Strike) ।
জিটিএ নির্বাচন নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করে এসেছে গোর্খা জনমুক্তি মোর্চা । পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে এখনও তাঁরা অনড় । কারণ, বিমল গুরঙের মতে এটাই পাহাড়ের স্থায়ী সমাধান । তাঁদের অন্যান্য দাবিও ছিল । গুরুং আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, তাঁদের দাবি না মানলে, পাহাড়ের রাজনৈতিক সমাধান না করে জিটিএ নির্বাচন করলে, তাঁরা অনশনে বসবেন । দার্জিলিং চৌরাস্তার মোড়ে অনশনে বসার হুমকি দিয়েছিলেন বিমলরা । সেইমতো সোমবার বুদ্ধপূর্ণিমার দিন চৌরাস্তায় অনশনে বসার পরিকল্পনা ছিল তাঁদের । কিন্তু, সেই কর্মসূচির অনুমতি পাননি তাঁরা । এর পর সিংমারিতে দলীয় কার্যালয়েই রিলে অনশনে বসেন মোর্চার কর্মীরা । তাতে নেতৃত্ব দেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি ।
এবার অনশনে যোগ দিতে চলেছেন বিমল গুরুং । কতদিন চলবে এই অনশন ? তাঁদের এই অনশন কি আমরণ ? এই বিষয়ে বিমল গুরুং জানিয়েছেন, কোর কমিটি বৈঠকের পরই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে ।
উল্লেখ্য, পাহাড়ে আগামী ২৬ জুন জিটিএ-এর নির্বাচন হবে । ২৯ জুন ভোটগণনা । মঙ্গলবার জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার অজিতরঞ্জন বর্ধন সাংবাদিক বৈঠকে এ কথা ঘোষণা করেন । ২৭ মে, শুক্রবার এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে । এদিন থেকেই ৪৫ আসনে মনোনয়নের কাজ শুরু হবে ।