রবিবার রাতে খাদে পড়ে মারা যান জিএনএলএফ নেতা নেতা রোশন লামা।কালিম্পঙের প্রাক্তন কাউন্সিলর রোশন খুন হয়েছেন বলে অভিযোগ বিজেপির। মঙ্গলবার প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি বিজেপি সাংসদ রাজু বিস্তের। এমনকি, টুইটে এই বিষয়টিকে 'ন্যক্কারজনক অপরাধ' বলে উল্লেখ করেন রাজু।
জানা গিয়েছে, রবিবার কালিম্পং থেকে মংসং যাচ্ছিলেন সস্ত্রীক রোশন লামা। রাত সাড়ে ৮টা নাগাদ লাভার কাছে রোশনের গাড়ির সঙ্গে একটি বাইকের ধাক্কা লাগে। এরপরই দু'পক্ষই তুমুল বচসায় জড়িয়ে পড়েন। শুরু হয় দু’পক্ষের মধ্যে। বচসা ক্রমেই গড়ায় হাতাহাতিতে। এর মধ্যেই বাইক আরোহী ত্রিশিং শেরপার সঙ্গে হাতাহাতি চলাকালীন ৫০ ফুট খাদে পড়ে যান পড়ে যায় জিএনএলএফ নেতা রোশন লামা।