রাজ্যে বিপুল পরিমাণ সোনা উদ্ধার । সোমবার রাতে,অভিযান চালিয়ে হাবড়া থেকে প্রায় ৫ কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) । যার মূল্য প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা । জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্ত থেকে কলকাতায় পাচার হচ্ছিল ওই সোনা । ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা ।
জানা গিয়েছে, ধৃত দুইজনই উত্তর ২৪ পরগনার বাসিন্দা । তাঁদের নাম রাজেশ সাহা ও সঞ্জয় বারিক । সোমবার রাতে গাড়ি করে দু'জন কলকাতার দিকে আসছিলেন । গোপন সূত্রের খবর পেয়ে, বাংলাদেশ সীমান্ত থেকে ওই গাড়ির পিছু নেন গোয়েন্দারা । হাবড়ার কাছে তাঁদের আটক করা হয় । গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনা উদ্ধা করেন তাঁরা । জানা গিয়েছে, গাড়ি থেকে প্রায় ৩২টি সোনার বিস্কুট ও ২৮টি সোনার টুকরো উদ্ধার করা হয়েছে ।
ডিআরআই সূত্রে খবর,মধ্য কলকাতার পোস্তার সোনাপট্টিতে রাতেই পাচার করা হচ্ছিল ওই বিপুল পরিমাণ সোনা । গোয়েন্দাদের মতে, সোনা পাচার চক্রের পিছনে আরও কোনও বড় মাথা রয়েছে . ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তার খোঁজ চালাচ্ছে পুলিশ