ভোটের প্রথম দিন থেকে রাস্তায় থাকবেন এবং নির্বাচনে মানুষের রক্ত নিয়ে হোলি খেলা বন্ধ করবেন। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের দিনের সকালে এমনই দাবি করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
কী বললেন রাজ্যপাল?
লোকসভা নির্বাচনের প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যপাল বলেন, " নির্বাচনের প্রথম দিন থেকেই আমি রাস্তায় থাকব। আমার দুটো প্রায়োরিটি। সেগুলি হল হিংসা এবং নির্বাচনে দুর্নীতি বন্ধ করা। আমি সাধারণ মানুষের সঙ্গে আছি। মানুষের রক্ত নিয়ে হোলি খেলা যাবে না।"
শনিবার সকালে রাজভবন থেকে বেরিয়ে আচমকা লঞ্চ ধরে হাওড়ার একটি বেসরকারি স্কুলে পৌঁছন রাজ্যপাল। যদিও হাওড়া প্রশাসন সূত্রে খবর, রাজ্যপালের সফর নিয়ে তাদের কাছে আগাম কোনও খবরই ছিল না।
এদিকে হাওড়ার স্কুলে গিয়ে রাজ্যপাল বলেন, বাংলাকে চেনার জন্য স্কুলে গিয়েছেন তিনি।