চোপড়ায় মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে চার শিশুর। অভিযোগ, BSF এর অব্যবস্থার জন্যই প্রাণ হারাতে হয়েছে তাদের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চোপড়া যাওয়ার দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। রাজভবন সূত্রে খবর, সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল। দার্জিলিং মেলে করে রওনা দেবেন তিনি।
কী হয়েছিল?
গত সোমবার মাটি কেটে ড্রেন তৈরির কাজ চলছিল চোপড়ার সীমান্তবর্তী এলাকায়। সেসময়, ওই এলাকায় খেলা করছিল চার শিশু। অভিযোগ,মাটি চাপা পড়ে মৃত্যু হয় তাদের। ওই ড্রেন খননের দায়িত্বে ছিল BSF। তাদের গাফিলতির জন্যই দুর্ঘটনা ঘটেছে বলেও অভিযোগ। তারপরেই সেখানে গিয়েছিল তৃণমূলের একটি প্রতিনিধি দল। তারপর রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গেও দেখা করে তারা।
সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে দেখা করে ওই এলাকা পরিদর্শনে যাওয়ার দাবি করেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। সেইমতো সোমবার রাতে সেখানে যাচ্ছেন তিনি।