হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) দিন শান্তি বজায় রাখতে কড়া নিরাপত্তা শহর জুড়ে । রাজ্য পুলিশের পাশাপাশি রাস্তায় টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । এবার শহরের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজপথে স্বয়ং রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose) । প্রথমে লেকটাউনে হনুমান মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন রাজ্যপাল (Governor) । এরপর একবালপুর, পোস্তার মতো জায়গায় গিয়ে রাস্তায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন । কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলে শহরের পরিস্থিতি সম্পর্কে জানতে চান । এরপর পোস্তায় রাস্তার ধারের দোকান থেকে ছাতুর সরবত খেতেও দেখা যায় তাঁকে ।
বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উপলক্ষে রাজভবন থেকে তাঁর কনভয় প্রথমে যায় লেকটাউনে । সেখানে বাল হনুমান মন্দিরে পুজো ও অঞ্জলি দেন । সেখানে তাঁকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় । পুজো দিয়ে বেরোনোর সময় শান্তির বার্তা দেন রাজ্যপাল । এরপর তাঁর কনভয় পৌঁছয় একবালপুর । সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গেও কথা বলেন তিনি । এরপর এগিয়ে যান রাস্তার একধারে জড়ো হওয়া সাধারণ মানুষের দিকে । তাঁদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল । এরপর সেখান থেকে বেরোনোর সময় আনন্দ বোস জানান, এখনও পর্যন্ত সব শান্তিপূর্ণভাবেই হচ্ছে । আর কোনও গোলমাল হবে বলে মনে হয় না । মানুষ দারুণ ভাবে সহযোগিতা করছেন ।
আরও পড়ুন, Recruitment Scam: তদন্তকারীরা অভিষেকের নাম বলতে চাপ দিচ্ছে, আদালতে চিঠি দিলেন কুন্তল
একবালপুরের পর রাজ্যপাল যান পোস্তায় । সেখানেও পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলেন । রাস্তার ধারে কয়েকটি দোকানেও যান । এক পানীয়র দোকান থেকে ছাতুর শরবত কিনে খেতে দেখা যায় তাঁকে । সেইসঙ্গে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন করেন তিনি ।