মুর্শিদাবাদ সফরে গিয়ে নিহত তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন তিনি। তারপর খড়গ্রামের নিহত কংগ্রেস কর্মীর বাড়িতেও যান।
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের শুরু থেকেই খবরের শীর্ষে মুর্শিদাবাদ। একাধিক হিংসার ঘটনার অভিযোগ করেছিল বিরোধীরা। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের ঠিক একদিন আগে মুর্শিদাবাদ পরিদর্শনে গেলেন রাজ্যপাল।
জেলা প্রশাসন সূত্রে খবর, শুক্রবার বেলা ১১টা নাগাদ বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছন রাজ্যপাল। সেখান থেকে তিনি চলে যান নবগ্রামের নিহত তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে। গত ১৫ জুন তাঁকে খুন করার অভিযোগ ওঠে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ গুলি করে খুন করা হয় তাঁকে।
জানা গিয়েছে, নিহত কর্মীদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। সেই দিনের ঘটনার কথা জানতে চান। এখন কোনও আতঙ্ক রয়েছে কি না সে বিষয়েও রাজ্যপাল প্রশ্ন করেন।