WB Elections:রাত পোহালেই জিটিএ ও শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোট, ৬টি পুর ওয়ার্ডে উপনির্বাচন

Updated : Jul 02, 2022 16:33
|
Editorji News Desk

রবিবার ২৬ জুন দার্জিলিং পার্বত্য এলাকায় জিটিএ (GTA) নির্বাচন। এছাড়া একই দিনে রয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন (Siliguri Sub Divisional Civic Body Election) এবং রাজ্যের বিভিন্ন পুরসভার ছয়টি ওয়ার্ডে উপনির্বাচন (Municipality By-election)। 

জিটিএ নির্বাচন কে ঘিরে পাহাড়ে এখন প্রস্তুতি তুঙ্গে। জিটিএ—র মোট আসন সংখ্যা ৪৫। মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৩২৬ জন। তাঁদের মধ্যে ৩ লাখ ৪৪ হাজার ৩৫৬ জন পুরুষ, ৩ লাখ ৫৫ হাজার ৯৬৬ জন মহিলা ও তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার রয়েছেন। ভোটকেন্দ্রের সংখ্য়া ৯২২টি। 

Padma Bridge: 'দেশের অহংকার, গর্ব, সক্ষমতা, মর্যাদার প্রতীক',পদ্মা সেতু উদ্বোধনে এসে আবেগতাড়িত শেখ হাসিনা

পাহাড়ে জিটিএ নির্বাচনের পাশাপাশি রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হবে। নির্বিঘ্নে নির্বাচন করতে সিল করে দেওয়া হয়েছে পানিট্যাঙ্কি এলাকায় ভারত-নেপাল সীমান্ত। নির্বাচন কমিশনের নির্দেশে শুক্রবার বিকেল ৫টা থেকে সিল করে দেওয়া হয় সীমান্ত। রবিবার ভোট শেষ হওয়ার পর সেদিন সন্ধ্যার পর ফের সীমান্ত খুলে দেওয়া হবে বলে এসএসবি সূত্রে জানা গেছে।

ইতিমধ্যে নির্বাচনে নিরাপত্তার জন্য অন্যান্য জেলা থেকে পুলিস পাঠানো হয়েছে শিলিগুড়ি ও দার্জিলিং পার্বত্য এলাকায়। বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। প্রস্তুত রাখা হয়েছে কুইক রেসপন্স টিম, রিজার্ভ ফোর্স এবং আরটি মোবাইল ভ্যান। স্পর্শ কাতর এবং অতি স্পর্শকাতর বুথগুলিতে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে।

জিটিও ও শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের পাশাপাশি রবিবার রাজ্যের ছয়টি পুরসভার ছয়টি ওয়ার্ডে উপনির্বাচন হবে। সেগুলি হল চন্দনগর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড, দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড, ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড এবং পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ড। উল্লেখ্য, গত পুরসভার নির্বাচনের পর ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন কান্দু এবং পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত খুন হন। 

 

by-electionGTAWest Bengal Elections

Recommended For You

editorji | লোকাল

Poush Mela 2024 : ৩ দিন নয়, ৬ দিন! মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?