হাঁসখালির (Hanskhali Rape case) ঘটনায় পুলিশের করা এফআইআর এ নির্যাতিতার বাবা-দাদার নাম রয়েছে। সোমবার নির্যাতিতার মা-কে এমনটাই জানাল সিবিআই। এ কথা জানতে পেরে বিস্মিত নির্যাতিতার মা। নির্যাতিতার মায়ের দাবি, তিনি পুলিশের কাছে তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি, যদিও নদিয়া জেলার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নির্যাতিতার মা পুলিশকে যে বয়ান দিয়েছেন, তার ভিত্তিতেই এফআইআর -এ পরিবারের দুই সদস্যের নাম রাখা হয়েছে। উল্লেখ্য, সোমবার, সিবিআই নির্যাতিতার মায়ের আরেক দফা বয়ান রেকর্ড করার জন্য তাঁকে ডেকে পাঠায়।জানা গিয়েছে, তখনই এফআইআর এ তাঁর স্বামী-ভাসুরপোর নাম থাকার কথা জানতে পারেন তিনি।
আসানসোল কাঁটায় বিদ্ধ রাজ্য বিজেপি, এবার অনুপমের পাশে দিলীপ
তিনি বলেন ‘‘পুলিশের পক্ষ থেকে কখনওই আমাকে জানানো হয়নি যে, ওই তিনজনের নাম এফআইআরে আছে।’’
নদিয়ার জেলা পুলিশের এক কর্তা অবশ্য জানিয়েছেন, নির্যাতিতার মায়ের বয়ানের ভিত্তিতেই ওই তিন জনের নাম এফআইআরে রাখা হয়েছে। বয়ানের রেকর্ডও তাঁদের কাছে আছে বলে জানিয়েছেন ওই পুলিশকর্তা।
গত শনিবার হাঁসখালির ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতার ছেলে ব্রজগোপাল গোয়ালার বিরুদ্ধে। পুলিশ তাকে গ্রেফতার করেছে। ধর্ষণের পরে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় ওই যুবতীর। প্রমাণ লোপাট করার জন্য রাতারাতি তার দেহ দাহও করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। গত কয়েকদিনে এই ঘটনা ঘিরে চাপানউতর চলছে। ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার ভিত্তিতেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। এবার সেই তদন্তই শুরু করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।