ক্লাসের আর পাঁচটা বাচ্চার থেকে একটু বেশি 'দুষ্টু' সে। তার জন্য নাকি 'বিরক্ত' হচ্ছে ক্লাসের বাকিরা। তার সহপাঠীদের অভিভাবকদের থেকে এই অভিযোগ পেতেই পদক্ষেপ নেয় স্কুল। শিশুটির মা-বাবার অভিযোগ, দুষ্টুমির ‘অপরাধেই’ ওই খুদে পড়ুয়াকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করেছে হরিনাভির একটি স্কুল। এমনকি, শিশুটির অভিভাবকদের ট্রান্সফার সার্টিফিকেটও দিতে চায় স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনার জেরে শেষপর্যন্ত ওই খুদে পড়ুয়াকে অন্য স্কুলে ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছেন তার বাবা-মা। কিন্তু সেক্ষেত্রে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ায় সন্তানের ভবিষ্যৎ ভেবে দুশ্চিন্তা বাসা বেঁধেছে তাঁদের মনেও।
স্কুল কর্তৃপক্ষের মতে, শিশুটি ক্লাসে সহপাঠীদের বইখাতা নিয়ে কাড়াকাড়ি করে, বা ছুড়ে ফেলে দেয় অন্যের পেন্সিল, বই-খাতা। এ নিয়ে বাকি শিশুদের অভিভাবকেরা বারবার অভিযোগ করেছেন স্কুলে। কিন্তু ওই শিশুটির মা-বাবার অভিযোগ, তাঁরা স্কুলের শিক্ষকদের সঙ্গে দেখা করতে গিয়ে ভাল ব্যবহার পাননি। বরং, শিক্ষকেরা তাঁদের সন্তানকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করার কথা জানান। এমনকি, তাকে মনোবিদের কাছে নিয়ে যাওয়ার পরামর্শও দেওয়া হয়।
ছাত্রটির মায়ের দাবি, মনোবিদের কাছে নিয়ে গিয়েও কোনও সমস্যা পাওয়া যায়নি। তাঁর অভিযোগ, বাচ্চারা একটু দুষ্টু হবেই। কিন্তু স্কুল তার জন্য বাচ্চাটিকে সাসপেন্ড কেন করবে, সে প্রশ্নও তুলেছেন ওই 'অভিযুক্ত' পড়ুয়ার অভিভাবকরা। ৫ বছরের বাচ্চা সাসপেনশনের অর্থ আদৌও বোঝে, 'অসহায়' মায়ের প্রশ্ন স্কুল কর্তৃপক্ষকে।