খড়গপুর আই আই টি-তে ছাত্র মৃত্য়ুর ঘটনায় এবার খুনের ধারা যোগ করতে পারে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানি চলাকালীন এমনই ইঙ্গিত বিচারপতি রাজাশেখর মান্থার। বিচারপতির দাবি, এই ঘটনায় তিনি খুনের শাস্তির ধারা যুক্ত করার কথা ভাবছেন।
গত বছরের অক্টোবরে আই আই টি খড়গপুরে অস্বাভাবিক মৃত্যু হয় ফায়জন আহমেদ নামে এক ছাত্রের। পরিবারের অভিযোগ, তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। কিন্তু বিষয়টি কলেজ কর্তৃপক্ষ ধামাচাপা দিতে চাইছে। এনিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন ফায়জনের পরিজনরা। আজ ওই মামলার শুনানি ছিল। সেখানেই খুনের ধারা যোগ করার প্রস্তাব দিয়েছে আদালত।