জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকের সময় ছিল করোনাকাল। তাই পরীক্ষা দিতেই হয়নি। তাই উচ্চমাধ্যমিক দিতে এসে বিপত্তি। প্রথম বড় পরীক্ষায় ঘাবড়ে গিয়ে পরীক্ষাকেন্দ্রে না গিয়ে নিজের স্কুলেই হাজির হল ছাত্রী। শেষ মুহূর্তে ত্রাতা হয়ে উঠল পুলিশ।
বীরভূমের দুবরাজপুরের ঘটনা। অতিমারী কাল পেরিয়ে এবার নিয়ম মেনেই অন্য স্কুলে উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে। কিন্তু দুবরাজপুরের শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দিরের এক ছাত্রী নিজের স্কুলেই পরীক্ষা দিতে হাজির হয়ে যায়। আদতে তার পরীক্ষাকেন্দ্র ছিল এক কিলোমিটার দূরে দুবরাজপুর গার্লস স্কুল।
Bubble Bob Hair Cut: গরমে চুল ছোট করবেন ভাবছেন? ট্রাই করুন ট্রেন্ডিং 'বাবল বব' হেয়ার কাট
ভুল বুঝতে পেরে আরও ঘাবড়ে যায় পরীক্ষার্থী।পরিস্থিতি বুঝে দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন নিজের গাড়িতে মহিলা কনেস্টেবল দিয়ে পরীক্ষা শুরুর আগেই ওই ছাত্রীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন।