ভোটের প্রচার চলছে পুরোদমে। তার মাঝেই ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে ফেসবুক লাইভে বলতে শোনা গেল, "কেউ বিজেপির স্লোগান দেবে না..."। কেন এমন বললেন হিরণ? আসলে বিতর্ক এড়াতে চেয়েছেন তিনি।
বুধবার সন্ধেয় একটি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। হঠাৎ দাসপুরের পলাশপাই কামারহাট এলাকায় তাঁর গাড়ি ঘিরে ধরেন স্থানীয়রা। বলতে থাকেন অভাব অভিযোগের কথা। ওঠে 'জয় শ্রীরাম' স্লোগান।
Saltlake Murder: রক্তে ভেসে যাচ্ছে ঘর! এত নিঃশব্দে নৃশংস হত্যা! বিশ্বাস হচ্ছে না পড়শিদের
কিন্তু এই এলাকায় হিরণের প্রচারের কর্মসূচি ছিল না। বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কিছু জানানোও হয়নি। তাই হিরণ ফেসবুক লাইভে বলেন, "নির্বাচন কমিশনকে আমি আগে থেকে বলে রাখছি, আমার এখানে আসার কোনও কর্মসূচি ছিল না। আমি মন্দিরে যাচ্ছিলাম পুজো দিতে। এলাকার মানুষ আমার গাড়ি আটকান এবং বলেন, এখানকার সাংসদ কীভাবে বঞ্চনা করেছেন, সেটা আমাকে দেখতেই হবে। এখানে আমাদের কোনও কর্মীর হাতে ঝান্ডা নেই। আমি কর্মীদের বলেছি, কেউ বিজেপির স্লোগান দেবেন না।"
আসলে সম্প্রতি ডেবরার বিডিও অফিসে হিরণের কিছু মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। পদক্ষেপও করেছে কমিশন। তাই এখন খুব সতর্ক হিরণ। সাবধানে পা ফেলছেন তিনি।