খড়্গপুরে(Kharagpur) প্রার্থী তালিকা প্রকাশ করে বড়সড় চমক দিল বিজেপি(BJP)। পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়(Hiran Chatterjee)।
বিধায়ক(MLA) হওয়ার পর থেকেই খড়্গপুরে থাকছেন হিরণ(Hiran Chatterjee)। নাম তুলেছেন ভোটার তালিকাতেও। শুধু তাই নয়, এবার তাঁকে খড়্গপুর পুরসভা(Kharagpur Municipal Election 2022) নির্বাচনের প্রচার কমিটির আহ্বায়ক করা হয়েছে। হিরণের বিপরীতে রয়েছেন দীর্ঘদিনের তৃণমূল(TMC) নেতা জহর পাল। ফলে এবার এই ওয়ার্ডে জোর টক্কর হবে বলেই মনে করছেন স্থানীয় নেতৃত্ব। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে তৃণমূলের(TMC) প্রদীপ সরকারকে হারিয়ে প্রথমবার বিধায়ক হন হিরণ(MLA Hiran Chatterjee)।
আর পড়ুন- TMC-IPAC spat: আইপ্যাকের সঙ্গে কি বিচ্ছেদ? জবাব এড়ালেন মমতা
একদিকে ভোট জেতার হাতছানি থাকলে, অন্যদিকে বিজেপির(BJP) দুশ্চিন্তার কারণ হয়েছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই লাগাতার গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার ভারতীয় জনতা পার্টি(BJP)। টিকিট না পেয়ে খড়গপুর পুরভোটে(Kharagpur Municipal Election 2022) বিজেপির(BJP) আহ্বায়ক তুষার মুখোপাধ্যায়ের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ কর্মীরা। তাঁর গাড়ি ভাঙচুরের পাশাপাশি ভেঙে দেওয়া হয় জানালার কাঁচ। যদিও রাতেই বিশাল পুলিশবাহিনী(Police) এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।