মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নফাঁস। এই মামলার তদন্তে এবার মালদা থেকে এক গৃহশিক্ষককে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে তাঁকে মানিকচক থানার গোপালপুর অঞ্চলের বালুটোলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম জীবন দাস।
মাধ্যমিকের ইংরেজি পরীক্ষায় মালদার মানিকচকের এনায়েতপুর হাইস্কুলে ৭ জনের কাছ থেকে মোবাইল পাওয়া যায়। এরা সবাই গোপালপুর হাইস্কুলের ছাত্র। তাঁদের মোবাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপ পাওয়া গিয়েছিল। সেই সূত্র ধরেই তদন্তে নেমে পুলিশ জীবনকে গ্রেফতার করে।
জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, তদন্তে দেখা যায়, কয়েকটি নম্বর থেকে সেদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নপত্র ও উত্তর আপলোড করা হয়। তাদের মধ্যে জীবন দাস সক্রিয় ভূমিকায় ছিলেন। ওই গ্রুপের বাকিদেরও সনাক্ত করা হয়েছে।