ফের রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু। বুধবার ডেঙ্গিতে মারা গিয়েছেন হুগলির উত্তরপাড়ার বাসিন্দা স্বপন ঘোষ। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
স্থানীয় সূত্রের খবর, উত্তরপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন ঘোষ। কয়েকদিন আগে জ্বর হয়েছিল তাঁর। স্থানীয় চিকিৎসককে দেখান তিনি। এরপরেও জ্বর কমেনি তাঁর। গত ৪ নভেম্বর উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাতেও অবস্থার কোনও উন্নতি হয়নি।
এরপর ৭ তারিখে তাঁকে কলকাতার সিএমআরআইতে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে আইসিইউ থেকে ভেন্টিলেশনে চলে যান ওই ব্যক্তি। এরপর বুধবার সন্ধেবেলায় হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। ডেঙ্গির কারণে ওই ব্যক্তির মৃত্যু হওয়ায় স্বাভাবিক ভাবেই আতঙ্কে রয়েছেন ওই এলাকার মানুষ।