বৌমাকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বরে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম মিঠু মিত্র। অভিযুক্তের নাম হিমাংশু মিত্র।
জানা গিয়েছে, শনিবার সকালে মেয়েকে পাশে নিয়ে ঘুমোচ্ছিলেন মিঠু। স্বামী নীলাংশু সকাল সকাল ঘুম থেকে উঠে অন্যত্র গিয়েছিলেন। সেই সময় হঠাৎ মিঠুর উপর হামলা চালান হিমাংশু। বিষয়টি দেখতে পেয়েই চিৎকার করতে শুরু করেন ওই গৃহবধূর মেয়ে। এবং সেই আওয়াজে হাজির হন প্রতিবেশীরা।
প্রতিবেশীরা প্রথমে মিঠুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে হিমাংশুকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জেরা করে পুরো বিষয়টি জানার চেষ্টা করছে।
এদিকে প্রতিবেশীরা জানিয়েছেন, পারিবারিক কারণে তাঁদের মধ্যে অশান্তি চলছিল। সেকারণেই এই কাণ্ড ঘটিয়েছেন হিমাংশু মিত্র।