বারংবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে মাধ্যমিকের প্রশ্নপত্র। যদিও, পরীক্ষা শুরু আগেই পর্ষদের তরফে জানানো হয়েছিল এবারের প্রশ্নপত্রের ছবি তুলে টুকলির চেষ্টা করা হলে, সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হবে। কিন্তু পরপর দুইদিন, মাধ্যমিকের বাংলা এবং ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ঘুরেছে বলে অভিযোগ। সূত্রের খবর, এই চক্রে সক্রিয় রয়েছে একটি গ্ৰুপ , যার মেম্বার প্রায় ১০০ জনের উপর।এই অভিযোগেই ইংরেজি পরীক্ষার দিন মালদার ১১ জনের পরীক্ষা বাতিল হয়।
জানা গিয়েছে এর জন্য রয়েছে একটি গ্ৰুপ , Admin-রা গ্রুপে প্রশ্নের ছবি পাঠালেই তা থেকে উত্তর আসছে। পর্ষদের হাতে ইতিমধ্যেই এই সোশ্যাল মিডিয়া গ্ৰুপের নানা তথ্য রয়েছে। কিউ আর (QR) কোডে লাল রং লাগিয়ে ভাইরাল করে দেওয়া হয়েছে প্রশ্ন।