দত্তপুকুর থানার অন্তর্গত নীলগঞ্জে বিস্ফোরণ। বেআইনি বাজি উদ্ধার করতে নেমে পড়েছে পুলিশ। সব বেআইনি বাজি এনে ডাঁই করা হয়েছে বারাসতের ডিএসপি ট্রাফিক অফিসের পাশে । সেই বাজেয়াপ্ত বাজি স্তূপাকার হয়ে গিয়েছে। তা নিয়েই চিন্তায় স্থানীয়রা।
বেআইনি বাজি নিয়ে এখনও অভিযান চালাচ্ছে পুলিশ। বিভিন্ন গোডাউন থেকে সেই সব খুঁজে উদ্ধার করছেন পুলিশকর্মীরা। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১৪ হাজারের বেশি বাজি উদ্ধার হয়েছে। ফাঁকা এলাকায় বাজি না রেখে কেন লোকালয়ে বাজির স্তূপ করা হচ্ছে। ফের কোনও অঘটন না ঘটে যায়, এমনই আশঙ্কা স্থানীয়দের একাংশের।
দত্তপুকুরের নীলগঞ্জে বিস্ফোরণে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। উঠে এসেছে সামসুর আলি ও আজিবুর রহমান নামে দুই ব্যক্তির নাম। অভিযোগ, অভিযুক্ত দুই ব্যক্তি শাসক দলের সঙ্গে যুক্ত। ঘটনার পর থেকেই পলাতক ওই ব্যক্তি।