বেআইনি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রামপুরহাট। পুলিশের সঙ্গে বচসা বাঁধে স্থানীয় ব্যবসায়ীদের। তাঁদের অভিযোগ, আগে থেকে কোনও নোটিস না দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে উচ্ছেদ শুরু করেছে প্রশাসন। অনেকের অভিযোগ, বেছে বেছে দোকান ভাঙা হচ্ছে। যদিও প্রশাসনের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
সোমবার নবান্ন সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেসময় বেইনি দখলদারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তারপরেই রাজ্যজুড়ে বেআইনি উচ্ছেদ অভিযান শুরু হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে রামপুরহাটের বাজারে অবৈধ দোকান ভাঙা শুরু হয়। দোকানদারদের বক্তব্য, হঠাৎ করে দোকান ভেঙে দেওয়ায় রোজগার পুরোপুরি বন্ধ হবে। সংসার চালানো দুষ্কর হয়ে উঠবে।
যদিও প্রশাসনের দাবি, বুধবার মাইকে করে ঘোষণা করা হয়েছিল। জানিয়ে দেওয়া হয়েছিল দোকানদাররা যেন সব দোকান সরিয়ে নেয়। তারপর বৃহস্পতিবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। শুধুমাত্র জবরদখলকারীদেরই উচ্ছেদ করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।