দুই কামরার ঘর। সামনে একফালি চালা। দেখে বোঝার উপায় নেই। অথচ জয়নগরের (Jaynagar) এই বাড়িতেই চলত অস্ত্র তৈরির কারবার বলেই অভিযোগ। আর অস্ত্র বানিয়ে লুকিয়ে রাখা হত ওই বাড়িরই পিছনের একটি পুকুরে।
মঙ্গলবার পুলিশের কাছে সেই অস্ত্র বিক্রি করতে গিয়ে ধরা পড়ল অভিযুক্ত। ধৃতের নাম রহমতুল্লা শেখ। জয়নগর ও বকুলতলা থানার যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে অস্ত্র তৈরির মেশিন, ড্রিল মেশিন, ডাইস, ফাইল, করাত, হ্যাক্সো, বাটালি, হাতুড়ি, লোহার পাত, পাইপ।
আরও পড়ুন - দিল্লিতে ধর্না দেবেন মমতা-অভিষেক, ব্লকে ব্লকে দেখাতে জায়ান্ট স্ক্রিন বসানোর নির্দেশ
জানা গিয়েছে, পুলিশ ক্রেতা সেজে অভিযুক্ত রহমতুল্লা শেখকে যোগাযোগ করে। নির্দিষ্ট সময় জয়নগরের ময়দা এলাকায় একটি নার্সিংহোমের সামনে পৌঁছলেও আধিকারিরকদের প্রায় দেড় ঘন্টা ঘোরানো হয়। এরপর দীর্ঘক্ষণ ধরে ঘোরার পরে ময়দা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।