হাতে গোনা আর কয়েকটা দিন। তারপরেই শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ। আর তারজন্য ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু হলেও ভারতের ম্যাচগুলির টিকিট বিক্রি করা হচ্ছে ধাপে ধাপে। যদিও বাকি দেশগুলির টিকিট বিক্রি আগেই শুরু হয়েছে। ভারতের টিকিট ধাপে ধাপে বিক্রির সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে সেবিষয়ে নির্দিষ্ট করে কোনও কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর ভারতের ম্যাচগুলির টিকিট একসঙ্গে বিক্রি করা হলে ওয়েবসাইট বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ওই সূত্রের দাবি, ভারতের ম্যাচগুলির টিকিট বিক্রি শুরু হলে একসঙ্গে প্রচুর দর্শক টিকিট কাটার চেষ্টা করবেন। যার ফলে সার্ভার সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। সেকারণে ধাপে ধাপে ম্যাচের টিকিট বিক্রি করা হচ্ছে।
এমন পরিস্থিতি তৈরি হয়েছিল অতীতেও। ইংল্যান্ডে বিশ্বকাপ ম্যাচগুলির টিকির কাটার ক্ষেত্রে একসঙ্গে অনেকে টিকিট কাটার চেষ্টা করেছিলেন। যার ফলে বিকল হয়ে গিয়েছিল ওয়েবসাইট। অনেক সমর্থক টিকিট কাটতে পারেননি। সেই পরিস্থিতি যাতে আর না হয় তারজন্যই এই ব্যবস্থা চালু করা হয়েছে।