আর তো মাত্র কয়েকটি মাসের অপেক্ষা। তারপরেই পুজো৷ আর পুজো মানেই বাঙালির বেড়াতে যাওয়া৷ ইতিমধ্যেই তে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অনেকের। আগেভাগে টিকিট কাটতে হবে তো, নাকি! জুন জুলাই মাসেই টিকিট কেটে নেন অনেকে। তাঁদের সাহায্য করার জন্য এগিয়ে এল রেল।
রেলের তরফে জানানো হয়েছে, পুজোর জন্য এবার রবিবারেও খোলা থাকবে সংরক্ষিত টিকিটের কাউন্টার। শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে রবিবার সকালের শিফটে খোলা থাকবে রিজার্ভেশন অফিস। সুবিধা হবে ভ্রমণপিপাসুদের৷ অফিস ম্যানেজ করার দরকার নেই৷ রবিবার ছুটির দিনে টিকিট কাটতে পারবেন৷
রেল জানিয়েছে, ১৬ জুন, ২৩ জুন, ৩০ জুন, ৭ জুলাই ও ১৪ জুলাই সকালের দিকে খোলা থাকবে রিজার্ভেশন অফিসগুলি। তাই আর দেরি কেন! সকাল সকাল গিয়ে কেটে ফেলুন টিকিট।