ভারতের (India) ৭৮ তম এবং বাংলার দশম গ্রান্ড মাস্টার (Grandmaster) খেতাব অর্জন করলেন কলকাতার কৌস্তভ চট্টোপাধ্যায় (Kaustav Chatterjee)। ন্যাশনাল দাবা (Chess) চ্যাম্পিয়নশিপে ১০ নম্বর রাউন্ডে বাংলারই আর এক গ্র্যান্ডমাস্টার মিত্রাভ গুহর মুখোমুখি হন তিনি। ওই ম্যাচ ড্র করে গ্র্যান্ডমাস্টার খেতাব জেতেন কৌস্তভ।
২০২২ সালের ৩১ জানুয়ারি গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করেছে কৌস্তভ। এর আগে ২০২১ সালের অক্টোবরে বাংলাদেশে দাবা প্রতিযোগিতায় প্রথম জিএম-নর্ম জিতেছিলেন। পরের বছর অর্থাৎ ২০২২ সালের নভেম্বর মাসে এশিয়ান কন্টিনেন্টাল প্রতিযোগিতায় দ্বিতীয় জিএম-নর্ম জেতেন। অবশেষে ওই একই বছর গ্র্যান্ড মাস্টার হলেন কৌস্তভ।
আরও পড়ুন- 'অদ্ভুত' বর্ষবরণ, কনকনে ঠাণ্ডায় লালবাঁধে ২০২৩ ডুব বিষ্ণুপুরের যুবকের
বাংলা থেকে আরও এক জন গ্র্যান্ড মাস্টার হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি হয়েছেন ১৯৯১ সালে বাংলার প্রথম গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, মিত্রাভর পরে আরও এক জন গ্র্যান্ড মাস্টার পেয়েছে বাংলা। বোঝাই যাচ্ছে বাংলায় দাবার জনপ্রিয়তা ঠিক কতটা। আগামী দিনে বাংলা থেকে আরও গ্র্যান্ড মাস্টার পাওয়া যাবে। যারা দেশের নাম উজ্জ্বল করবে।