মুর্শিদাবাদে কলেজ ছাত্রী হত্যাকাণ্ডের(Murshidabad Student Murder) পরতে পরতে রহস্য। এবার কলেজ ছাত্রী সুতপা চৌধুরী খুনে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। খুন করার কয়েকদিন আগে সুশান্ত চৌধুরীর করা শেষ হোয়াটসঅ্যাপ বার্তাটি(WhatsApp Message) উদ্ধার হয়েছে। তদন্তকারীদের দাবি, সুতপা সেই বার্তাটি পড়লেও কোনও জবাব দেননি।
জানা গেছে, সুশান্ত হোয়াটসঅ্যাপে সুতপাকে লিখেছিল, ‘মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। স্বপ্ন দেখি সুন্দর জীবনের। কিন্তু আমার জীবন তুই নষ্ট করে দিচ্ছিস। বিশ্বাস করতে পারছি না তোকে। তুই নষ্ট করছিস আমার মতন অনেককেই। এ ভাবে চলতে থাকলে ভয়ঙ্কর পরিণতি হবে তোর।’ এর কয়েকদিনের মধ্যেই ২ মে সন্ধ্যায় বহরমপুরের(Berhampore Muder) গোরাবাজারে রাস্তার উপর নৃশংসভাবে সুতপাকে খুন করে সুশান্ত। যদিও তার কয়েকঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ(Police)। আপাতত পুলিশি হেপাজতে থাকা সুশান্তের মোবাইল ঘেঁটে ওই হোয়াটসঅ্যাপের সন্ধান পান তদন্তকারীরা।
আরও পড়ুন- Calcutta HC on Kashipur violence: কাশীপুরকাণ্ডে জনস্বার্থ মামলার অনুমতি কলকাতা হাইকোর্টের
সুতপার সঙ্গে সম্প্রতি এক তরুণের ঘনিষ্ঠতার কথা জানতে পারে সুশান্ত। তথ্য বলছে, জঙ্গিপুর কলেজের ছাত্র ওই তরুণের সঙ্গেই খুনের দিন সিনেমা দেখতে যান সুতপা(Sutapa Chowdhury Murder)। সুশান্ত সে কথা জানতে পেরেই চরম সিদ্ধান্ত নেয়। এমনটাই সে জানায় পুলিশকে। পুলিশ জঙ্গিপুর কলেজের ওই ছাত্রকে ডেকে জিজ্ঞাসাবাদও করেছে। জেরায় ওই তরুণ সেদিন সুতপার সঙ্গে মোহন শপিং মলে(Mohan Shopping Mall) সিনেমা দেখতে যান বলে পুলিশকে জানিয়েছেন। তবে তাঁর সঙ্গে সুতপার শুধু ‘বন্ধুত্ব’ই ছিল বলে দাবি ওই তরুণের।
সুশান্তের পরিবারের লোকজনের দাবি, সুতপা(Sutapa Chowdhury Murder Case) সুন্দরী হওয়ায় অনেক যুবকের সঙ্গেই সম্পর্ক রাখতেন। একই সঙ্গে সুশান্তকেও ‘উস্কানি’ দিতেন। সুশান্তের পিসি শান্তিরানি চৌধুরীও একই অভিযোগ করেছেন। সুতপার পরিবারের ঘনিষ্ঠ এক তরুণী জানিয়েছেন, সুশান্ত রীতিমতো হুমকি বার্তাই(Threat Message) পাঠাত সুতপাকে। একদিন নয়, দিনের পর দিন এমন বার্তা পাঠাত। সুতপা ওর বাবা-মাকে বলেছিল, পুলিশকে জানাতে। কিন্তু তার আগেই এই অঘটোন ঘটে গেল।