সন্দেশখালি কাণ্ডে নিউটাউন থেকে গ্রেফতার ISF নেত্রী জুবি সাহা। অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে মিড ডে মিলের কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতেও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
কোথা থেকে গ্রেফতার করা হয়?
জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে নিউটাউন থানার পুলিশ জুবি সাহার বাড়িতে পৌঁছয়। তারপর আজ সকালে গ্রেফতার করা হয় তাঁকে।
এর আগেও সন্দেশখালি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আয়েশা বিবি নামে আরও একজন ISF কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর নাম আয়েশা বিবি। তিনি মিনাখাঁর বাসিন্দা। এর সঙ্গে ISF মিনাখাঁ বিধানসভা কমিটিরও সদস্য তিনি।