ফের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির। রবিবার ভাঙড়ের ভোজের হাটের এক সভা থেকে নৌশাদের কটাক্ষ, এখানে সওকত মোল্লা কেন ? এই এলাকার দায়িত্ব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিলে ভাল করতেন। নৌশাদকে জবাব দিয়েছে তৃণমূল। পাল্টা কাইজারের আহমেদের দাবি, পতন খুব দ্রুতই হবে। ঔদ্ধত্য তা প্রমাণ করছে।
সামনে পঞ্চায়েত নির্বাচন। এই মাসের যে কোনও সময়ে তা ঘোষণা হতে পারে। এই পরিস্থিতিতে ভাঙড়ে এদিন মূলত জনসংযোগের কাজে বেরিয়েছিলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তাঁর জেলে যাওয়ার পরেই ভাঙড়ে পর্যবেক্ষক বদল করেছে তৃণমূল। আরাবুল হোসেনের বদলে পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে সওকত মোল্লাকে।
ভোজেরহাটের সভায় এদিন সওকতকেই কার্যত নিশানা করেছিলেন নৌশাদ। তাঁর দাবি, বিধানসভা ভোটে তৃণমূল যে জমি হারিয়েছে তা আর কোনও ভাবে পুনরুদ্ধার করা সম্ভব না। তাঁর দাবি, সওকতের জায়গা যদি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ভাঙড়ের দায়িত্ব নিতে আসেন, তা-হলেও তৃণমূল জিততে পারবে না।