পুলিশের (West Bengal) পোশাকে বাড়িতে ঢুকে ছাদ থেকে ফেলে খুন করা হল এক ছাত্রনেতাকে। এমনই অভিযোগ ঘিরে তোলপাড় আমতা।
মৃত যুবকের নাম আনিস খান (২৮)। তিনি কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। বর্তমানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছিলেন। আনিসের বাড়ি সারদা খাঁ পাড়ায়। আনিস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) সঙ্গে যুক্ত ছিলেন।
আরও পড়ুন:West Bengal News: প্রোমোটারকে পিটিয়ে খুন, ৫ জনকে আটক করল পুলিশ
আনিসের পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে আনিসের মৃতদেহ তিনতলা বাড়ির নিচে পড়ে থাকতে দেখা যায়। পরিবারের দাবি, জোর করে কয়েকজন দুষ্কৃতী ঘরে ঢুকে পড়ে। তারা ছাদে উঠে আনিসকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আনিস এলাকায় (Amta) প্রতিবাদী মুখ হিসাবেই পরিচিত ছিলেন।