ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ অনুষ্ঠান । সঙ্গে সলমন খান, দাবাং- দ্য রিলোডেড । তিল ধারণের জায়গা নেই ইস্টবেঙ্গল ক্লাব চত্বরে । মঞ্চে মাতালেন মনীশ পল, পূজা হেগড়ে, আয়ুশ শর্মা, জ্যাকলিন ফার্নান্দেজরা । সবথেকে বেশি নজর কেড়েছেন প্রভু দেবা । সুরজিৎ চট্টোপাধ্যায়ের 'রঙ্গবতী' গানে কোমর দুলিয়ে মন জয় করে নিয়েছেন তিনি ।
অভিনেতা ও উপস্থাপক মনীষ পলের পারফর্ম্যান্স দিয়ে শুরু হয় অনুষ্ঠান । তারপর একে একে মঞ্চে আসেন পূজা হেগড়ে, আয়ুশ শর্মা । জ্যাকলিন মঞ্চে উঠতেই চিৎকারে ফেটে পড়ে দর্শকাসন । 'বড়লোকের বিটি লো' গানে নাচলেন তিনি । সোনাক্ষ্মী সিনহা পারফর্ম করলেন 'গন্দি বাত' গানে । রাত যত বাড়ছে, ততই বাড়ছে উত্তেজনার পারদ। সব কিছু মিলিয়ে জমে উঠেছে 'ভাইজান নাইট' । সলমনের পারফরম্যান্সের অপেক্ষায় দর্শকরা ।