জয়রামবাটী । মা সারদার জন্মস্থান । তাঁর জন্মস্থানেই পূজিতা হন মা জগদ্ধাত্রী । প্রতিবছরের মতো এবছরও জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছে জয়রামবাটীতে । পুজোকে কেন্দ্র করে বহু ভক্তের সমাগম হয় এখানে ।
কীভাবে শুরু হল পুজো ?
১৮৭৭ খ্রিষ্টাব্দে সারদা দেবীর মা তথা শ্যামা সুন্দরী দেবীর হাত ধরেই শুরু হয়েছিল এই জগদ্ধাত্রী পুজো । এরপর ১৯২৩ সালে বেলুড় রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সারদানন্দজীর উদ্যোগে জয়রামবাটিতে প্রতিষ্ঠা করা হয় মিশন । এখন পুজোর দায়িত্বে রয়েছে রামকৃষ্ণ মিশন । সারদা দেবীর জন্মভিটের জগদ্ধাত্রী পুজো বিশেষ প্রসিদ্ধ ।
১৮৫৩-এর ২২ ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটিতে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন সারদা । রামকৃষ্ণের সঙ্গে তাঁর বিয়ের পরে দীর্ঘদিন জয়রামবাটীতেই থাকতেন মা সারদা । শুধু জগদ্ধাত্রী পুজো নয়, দুর্গাপুজোও হয় এখানে । তবে, অনেক পরে তা শুরু হয় । ১৯২৫ সালে ঘট পেতে দুর্গাপুজো শুরু হয় জয়রামবাটিতে । তারও প্রায় ২৭ বছর পর মায়ের মূর্তি গড়ে পুজো করা হয় এখানে ।