জিটিএ বোর্ড সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে জিটিএ দুর্নীতির প্রসঙ্গ তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। জিটিএ-তে দুর্নীতির অভিযোগ নিয়ে বহুদিন ধরেই সরব রাজ্যপাল। ওই অভিযোগের প্রেক্ষিতে অডিটের কথাও বলেছেন রাজ্যপাল। ধনখড়ের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন জিটিএ-র চিফ এগ্জিকিউটিভ অনীত থাপা।
বৃহস্পতিবার দার্জিলিঙের ভানু ভবনে হয় জিটিএ-র বোর্ড সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান। সেখানে জিটিএ-র চিফ এগজিকিউটিভ অনীত থাপাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। সেখানে নবনির্বাচিত বোর্ড সদস্যদের তিনি বলেন, ‘‘পাহাড়ের উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ।’’ তাঁর মতে, ২০১৯ সালে জিটিএ-তে ‘দায়িত্ব’ এবং ‘স্বচ্ছতার অভাব’ ছিল। পাশাপাশি, সরকারের দেওয়া টাকার হিসাব রাখা হয়নি বলেও অভিযোগ তাঁর। ২০১৯ সাল থেকে জিটিএ-তে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার অডিট করা উচিত বলে জানিয়েছেন রাজ্যপাল।
আরও পড়ুন- Mamata made momo: পাহাড় ছাড়ার আগে হালকা মেজাজে মমতা, পাকা হাতে বানালেন মোমো
যদিও জিটিএ-র চিফ এগজিকিউটিভ অনীত থাপা জানান, ‘‘জিটিএ-তে প্রতিবার অডিট হয়। যখনই রাজ্যপাল আসেন তখনই অডিটের কথা বলেন। রাজ্যপালের বক্তব্যকে স্বাগত। সরকারের দেওয়া প্রতিটা পয়সার হিসাব রাখা উচিত।’’