জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে বাম ও কংগ্রেস । ইতিমধ্যে মনোনয়ন জমা দেওয়ার সময় কংগ্রেস নেতা অমিত ভট্টাচার্যকে পাশে পেয়েছিলেন বাম প্রার্থী দেবরাজ বর্মন । এবার জলপাইগুড়িতে কংগ্রেসের কর্মিসভায় দেখা গেল দেবরাজ-সহ সিপিআইএম নেতৃত্বকে ।
শনিবার বিকেলে জলপাইগুড়িতে কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হন দেবরাজ বর্মণ । সঙ্গে ছিলেন বেশ কয়েকজন সিপিআইএম জেলা নেতৃত্ব । চলে পরিচয় পর্ব । তাঁদের লাল ফুল দিয়ে স্বাগত জানানো হয় । দেবরাজের সঙ্গে তাঁদের কর্মীদের পরিচয় করিয়ে দেন কংগ্রেস নেতারা ।
তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে যৌথভাবে জলপাইগুড়ি থেকে লড়বে বাম ও কংগ্রেস । দেশ থেকে বিজেপি মুক্ত করতে ও রাজ্য থেকে তৃণমূলকে হটাতে একসঙ্গে লড়াইয়ে নামার বার্তা দেওয়া হয়েছে ।