বাইসনের আতঙ্কে ঘুম ছুটেছে ধূপগুড়ি মহকুমার পূর্ব মাগুরমারির গ্রামের বাসিন্দাদের। এই ঘটনায় আহত দুই দুজন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বন দফতরের আধিকারিকরা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ওই এলাকায় তিনটি বাইসনকে দেখা যায়। একটি বাইসন জঙ্গলে ফিরে গেলেও দুটি এলাকায় ঢুকে পরে। বাইসনের হামলায় আহত হন বিমল রায় ও দীপ্তি রায় নামে দু'জন।
আরও পড়ুন - লোকসভার প্রচারে জনসংযোগে হাতিয়ার সাইকেল, দুর্গাপুরে অভিনব কীর্তি
আহত বিমল রায়ের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আরও আশঙ্কা জনক থাকায় এরপর তাঁকে স্থানান্তরিত করে দেওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। বাইসন দুটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছে বনদফতর।