তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করকে খুনের ঘটনায় অভিযুক্ত দলেরই কর্মী । জয়নগরের ঘটনার সামনে এল বড় তথ্য । উল্লেখ্য, সোমবার খুনের অভিযোগে এক ব্যক্তি গণরোষের শিকার হন । সহাবুদ্দিন শেখ নামে ওই ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ অভিযোগ ওঠে । আনন্দবাজার অনলাইনে প্রকাশিত খবর অনুযায়ী, ওই ব্যক্তিও তৃণমূল করতেন । এমনটাই দাবি করেছেন তাঁর স্ত্রী । সহাবুদ্দিনের স্ত্রীর অভিযোগ, সোমবার সকালে- তাঁদের বাড়িতে হানা দেন কয়েকজন লোক । এরপরই বাড়ির সামনে পিটিয়ে মেরে ফেলা হয় তাঁর স্বামীকে ।
সহাবুদ্দিন সম্পর্কে বেশ কিছু তথ্যও পেয়েছেন পুলিশ । জানা গিয়েছে, বিভিন্ন থানায় সহাবুদ্দিনের নামে বিভিন্ন অভিযোগ রয়েছে। তাঁর নামে ‘ক্রিমিনাল রেকর্ড’ ছিল বলেও জানিয়েছে পুলিশ। তাহলেস কি দলের গোষ্ঠী কোন্দলের জেরেই কি খুন হতে হল তৃণমূল নেতাকে ? উঠছে প্রশ্ন ।