ফের হাতির তাণ্ডবে অতিষ্ঠ ঝাড়গ্রামবাসী। এবার রাইস মিলের গোডাউনের দরজা ভেঙে চাল, ময়দা সাবার করে দিল দাঁতাল। সকাল সকাল ঝাড়গ্রামের একটি রাইস মিলে দলমার দলছুট একটি হাতি হানা দেয়। গোডাউনের লোহার দরজা শুঁড় দিয়ে টেনে হিঁচড়ে ভেঙে ফেলে, তারপর সেখানে ময়দা ,চাল খেয়ে নেয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে।
Mamata Banerjee: পঞ্চায়েতের আগে বীরভূম-চিন্তা তৃণমূলে, জেলা-নেতাদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়
অপরদিকে গতকাল সন্ধ্যেয় গজাশিমুল এলাকার একটি মিলে একই ভাবে হানা দেয়। দিনের পর দিন জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে চলছে দলমার দাঁতালের হামলা। এর জেরে গ্রামবাসীদের বাড়ি ঘর ভাঙা থেকে শুরু করে নানা অত্যাচারের সম্মুখীন হতে হয়। ব্যাপক ফসল নষ্টও হয় হাতির হামলায়। গত সপ্তাহেই হাতির তাণ্ডবে চার জনের মৃত্যু হয়েছে ঝাড়গ্রামে।