গোপন খবরের ভিত্তিতে রাজ্য পুলিশের বিশেষ অভিযান। আর তাতেই নদিয়া থেকে গ্রেফতার ঝাড়খণ্ডের মাওবাদী নেতা। শুক্রবার নাকাশিপাড়ার বর্নিয়া গ্রাম থেকে প্রদীপ মণ্ডল নামক ওই নেতাকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। ধৃত মাওবাদী নেতা আদতে ডায়মন্ড হারবারের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা বলে খবর।
জানা গিয়েছে, বিহার-ঝাড়খণ্ড মাওবাদী অ্যাকশন টিমের এই সদস্যকে বহুদিন ধরেই খুঁজছিল ঝাড়খণ্ড পুলিশ। এমনকি, তাঁর মাথার দামও রাখা হয়েছিল একলক্ষ টাকা। তবে, মানবাধিকার সংগঠন এপিডিআরের দাবি, নদিয়ার কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত প্রদীপ মণ্ডলকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন- Suyash Sharma: কেকেআরের স্পিনারের দাপটে ৮১ রানে হার বেঙ্গালুরুর, কে এই সুযশ শর্মা? তাঁর পরিচয় জানেন?