জেএমবি (JMB) লিঙ্কম্যান সন্দেহে পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে গ্রেফতার এক ব্যক্তি৷ ধৃতের নাম মহম্মদ আমিরুদ্দিন আনসারি। হাওড়ার (Howrah) বাঁকড়া থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। পেশায় শিক্ষক ওই ব্যক্তি আদতে পুরুলিয়ার (Purulia) পাড়া এলাকার বাসিন্দা। বাঁকড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ওই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের (West Bengal police) এসটিএফ (STF) তাঁকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: Noida Human Sacrifice: হোলির দিন শিশুকন্যাকে বলির উদ্দেশ্যে অপহরণ, নয়ডা থেকে গ্রেফতার ২
রাজ্য পুলিশের এসটিএফ জানতে পারে, শিক্ষক পরিচয়ে গোয়েন্দাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছেন অভিযুক্ত। ধৃতের বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। উত্তর পূর্ব ভারতে নাশকতার ছক কষেছিলেন তিনি।
অভিযোগ, নিজের বাড়িতে ২ জেএমবি জঙ্গিকে আশ্রয় দিয়েছিলেন ধৃত স্কুল শিক্ষক (School Teacher)। তাঁর সঙ্গেই ২ জেএমবি জঙ্গিকেও (JMB Terrorist) গ্রেফতার করেছে এসটিএফ।
জানা গিয়েছে, ধৃত আমিরুদ্দিন আনসারি পুরুলিয়ার পাড়ার বাসিন্দা। বাঁকড়ার মুন্সিডাঙার একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। সেই বাড়িতেই ২ জন জেএমবি জঙ্গিকে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই প্রথমাবর জেএমবি জঙ্গিদের নেটওয়ার্কে (JMB Network) নাম উঠে এল পুরুলিয়ার।