যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় (JU Student Death) গ্রেফতার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অসিত সর্দার (Asit Sardar)। অসিতের মায়ের দাবি, তাঁর ছেলে নির্দোষ। ঘটনার দিন নিজের হস্টেলের ঘরেই ছিলেন অসিত। কিছুই জানেন না তিনি।
দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দা অসিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত নিয়ে পড়াশোনা করতেন। পাশ করে গিয়েছেন। কিন্তু পড়াশোনার জন্য হস্টেলেই থাকতেন তিনি। বাংলা বিভাগের ছাত্রের মৃত্যুর পর দিনই বাড়িতে ফেরেন অসিত। পরিবারের সঙ্গে খোশ মেজাজে গল্পও করেন।
আরও পড়ুন - যাদবপুর-কাণ্ডে গ্রেফতার আরও ৫, ধৃতেরা যাদবপুরের বর্তমান ও প্রাক্তন ছাত্র
অসিত বাড়িতে বলে গিয়েছিলেন থানায় ডেকেছে। মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতেও ফেরেন তিনি। এরপরেই গভীর রাতে পুলিশ এসে গ্রেফতার করে অসিতকে। তাঁর মায়ের দাবি, অসিত বাড়িতে ছাত্র মৃত্যুর ঘটনার কথা বলেছিলেন। কী দেখেছেন তাও বর্ণনা করেছেন অসিত। কিন্তু এর বেশি কিছু নয়। তাঁর ছেলে নির্দোষ।