চৈত্রের দুপুরে কালবৈশাখীর দাপট। ঝড়ের তাণ্ডবে কার্যত লণ্ডভণ্ড জলপাইগুড়ির একাধিক এলাকা। কালবৈশাখীর জেরে গাছ চাপা পড়ে দীজেন্দ্র নারায়ন সরকার এবং অনিমা রায় নামে দু'জনের মৃত্যু হয়। ঝড়ে আহত একাধিক।
জানা গিয়েছে, রবিবার দুপুর তিনটে নাগাদ ব্যাপক ঝড় শুরু হয় জলপাইগুড়ির একাধিক এলাকায়। প্রায় তিরিশ মিনিট মতো ঝড় হয়। ঝড়ের দাপট এতটাই বেশি ছিল যে একাধিক জায়গায় বড় গাছ ভেঙে পড়ে। বড়সড় বিপদ এড়াতে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ পরিষেবা।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে কোতোয়ালি থানার পুলিশ ও দমকল বাহিনী। ঝড়ে আহত ৫২জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
আরও পড়ুন - ‘হক রুটি রুজি, জনতাই পুঁজি’, বামেদের প্রচারে ইলেক্ট্রোরাল বন্ড বিরোধিতা
অন্য দিকে ময়নাগুড়ির বার্ণিশ এলাকায় বহু বাড়ির চাল উড়ে গেছে। একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে বলেও জানা গিয়েছে। ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টিও হয় কিছু কিছু এলাকায়।