কান থেকে রক্ত পড়ছিল । সেই রক্তক্ষরণ বন্ধ করতে যুবকের কানে এমসিল আঠা লাগিয়ে দিল সুরমাওয়ালা । এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের (East Brdwan) কাটোয়ায় (Katwa News) । ইতিমধ্যে যুবকের কানের অস্ত্রোপচার করে এমসিল বের করা হয়েছে । চিকিৎসকরা বলছেন, এমসিল লাগানোর ফলে যুবকের কানের পর্দা ক্ষতিগ্রস্থ হয়েছে ।
কাটোয়ার ওই যুবকের নাম তমাল প্রামাণিক, পেশায় গাড়িচালক । জানা গিয়েছে,ঘটনার দিন কাটোয়ার সিঙ্গির মোড় এলাকায় যাত্রীর জন্য গাড়ি নিয়ে অপেক্ষায় ছিলেন তমাল । তখনই এক সুরমাওয়ালা সুরমা পরা ও কান পরিষ্কারের জন্য হাঁকছিলেন । তাঁর কাছ থেকেই ২০ টাকার বিনিময়ে কান পরিষ্কার করান তমাল । কিন্তু, কান পরিষ্কার করতে গিয়েই যত বিপত্তি ঘটে । জানা গিয়েছে, কান পরিষ্কারের সময় খোঁচাখুঁচিতে রক্তক্ষরণ শুরু হয় । রক্ত পড়া বন্ধ করতে ওই সুরমাওয়ালা তমালের কানে এমসিল আঠা লাগিয়ে দেয় । তারপর ২০ টাকা নিয়ে সেখান থেকে চম্পট দেয় । এদিকে, তমালের কানে যন্ত্রণা ক্রমশ বাড়ছিল । সেদিনই কাটোয়া হাসপাতালে কানের চিকিৎসকের কাছে যান তিনি । সেখানেই তাঁর কানের অস্ত্রোপচার করে এমসিল বের করা হয় ।
আরও পড়ুন, West Bengal Weather Update : কুয়াশায় মোড়া সকাল, শুক্রবার শহরে আরও বাড়ল তাপমাত্রা
ইএনটি বিভাগের চিকিৎসক ভাস্করজ্যোতি বর্মন জানিয়েছেন, প্রথম এধরনের ঘটনা দেখছেন । এমসিল বের করে দেওয়া হলেও কানের পর্দার ক্ষতি হয়েছে । তিন মাস পর ফের কানের পর্দার অস্ত্রোপচার করাতে হবে ।