বাড়িতে ডেঙ্গির মশা জন্মলেই দিতে হবে জরিমানা। ডেঙ্গি দমনে এমনই কড়া ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পুরসভা। ইতিমধ্যে গত পাঁচ মাসে ৩৫ জনকে জরিমানা করা হয়েছে।
কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, ডেঙ্গি রোধ করতে প্রতিটি ওয়ার্ডে অভিযানে নামা হবে। যাঁদের বাড়িতে জল জমছে এবং আবর্জনা রয়েছে সেই সব বাড়ির সদস্যদের প্রথমে সতর্ক করা হবে। তা না শুনলে দ্বিতীয় ধাপে কলকাতা কর্পোরেশনের ৪৯৬ এ ধারায় নোটিস দেওয়া হবে। এরপরেও যদি কেউ উদাসীন থাকেন তাহলে মিউনিসিপ্যাল ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযুক্তের বিরুদ্ধে দায়ের করা হবে মামলা। দোষ প্রমাণে ১ লাখ টাকা জরিমানা দিতে হতে পারে।
অন্য বছরের মতো বর্ষা শুরু হতেই ডেঙ্গি মশার প্রকোপ যাতে না বাড়ে তার জন্যই উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। আবর্জনা এবং কোথাও যেন জল না জমে সেদিকেও নজর রাখা হচ্ছে। কলকাতা পৌরনিগমের তরফে জানানো হয়েছে, বাড়ির মধ্যে যদি খোলা নর্দমা থাকে সেগুলি নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এছাড়াও বাড়ির টব, খোলা চৌবাচ্চাও নিয়মিত পরিষ্কার করতে নির্দেশ দেওয়া হয়েছে।