ভাঙড়ে তৃণমূলের (TMC) প্রতিবাদ কর্মসূচিতে অনুমতি দিল না কলকাতা পুলিশ (Kolkata Police)। এই প্রথম তৃণমূলের কোনও কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। যদিও শুধু তৃণমূল নয়। আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত ভাঙড়ের হাতিশালায় কোনও রাজনৈতিক দলই জমায়েত করতে পারবে না বলেই জানানো হয়েছে।
গত কয়েকদিনই ধরে তৃণমূল আর আইএসএফের ঝামেলায় অশান্ত ভাঙড়। আইএসএফের বিরুদ্ধে ৩টি পার্টি অফিসে ভাঙচুর এবং আগুন লাগানোর অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনার প্রেক্ষিতেই ২৫ জানুয়ারি পাকাপোল থকে হাতিশালা পর্যন্ত 'প্রতিবাদ মিছিল' করার কথা ঘোষণা করেছিল তৃণমূল। কিন্তু পুলিশ এবং প্রসাশসন তা নাকচ করে দেয়।
আরও পড়ুন- বেতন না দিয়ে অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ, সাফাই কর্মীদের বিক্ষোভে স্তব্ধ পুরুলিয়া
মঙ্গলবার পুলিশের এই নির্দেশ আসার পর বিকেলে 'জমি জীবিকা রক্ষা কমিটি' নিজস্ব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। যদিও প্রায় ৪ ঘণ্টা পথ অবরোধ করে রেখেছিলেন ওই আন্দোলনকারীরা। তবে, তৃণমূলের জানানো হয়েছে পরবর্তী পদক্ষেপ শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে করা হবে।