আরজি কর হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনার পর তিন সপ্তাহ কেটেছে, কিন্তু যত দিন যাচ্ছে, জোরালো হচ্ছে প্রতিবাদ সাধারণ মানুষের প্রতিবাদ। বিচারের দাবিতে বাংলার রাজপথ থেকে অলিতে গলিতে লম্বা হচ্ছে মিছিল। চারপাশ ছেয়ে যাচ্ছে প্রতিবাদী পোস্টারে, স্লোগানে। পুলিশের বিরুদ্ধেও নানা স্লোগান উঠেছে, এবার পালটা স্লোগান দিল পুলিশই। নিজেদের সোশ্যাল মিডিয়ায় সেই স্লোগান পোস্ট করছেন কলকাতা পুলিশের আধিকারিকরা।
নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমেছেন মানুষ। মিছিলে একাধিক স্লোগানের মাঝে চোখে পড়েছিল এক পোস্টার,
'পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়'। বেশ কিছু মিছিলেই উচ্চারিত হয়েছে সেই স্লোগান। এবার তারই পালটা স্লোগান নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন আইপিএস আধিকারিক সহ কলকাতা পুলিশের একাধিক আধিকারিক-কর্মী। তাতে লেখা, "পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়।"
এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার নিজেও তাঁর প্রোফাইল থেকে এই স্লোগান শেয়ার করেছেন।
এর আগে নবান্ন অভিযানে আক্রান্ত পুলিশ সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর রক্তাক্ত মুখের ছবি দিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ডিপি বদলেছিলেন কলকাতা পুলিশের সার্জেন্ট থেকে উচ্চপদস্থ আধিকারিকেরা। এবার আত্মপক্ষ সমর্থন করে স্লোগানে স্লোগানে ভরিয়ে দিলেন সোশ্যাল মিডিয়া।
৯ অগাস্ট আরজি কর কাণ্ডের ঘটনায় প্রথমে তদন্ত ভার দেওতা হয়েছিল কলকাতা পুলিশকেই। দিন চারেক পর তদন্তভার হস্তান্তরিত করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে।