গত কয়েকদিনে গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছিল। কার্যত ফুটছিল তিলোত্তমা সহ গোটা দক্ষিণবঙ্গ। আপাতত খানিক স্বস্তির কথা জানাল হাওয়া অফিস। আগামী দুদিন কলকাতা এবং হাওড়ায় তাপপ্রবাহের সম্ভাবনা নেই। এই দুদিন রোদের প্রখরতা খানিক কমবে, বদলে আকাশ মেঘলা থাকবে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
তবে কলকাতা বাদে দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গায় এখনই মিলছে না স্বস্তি। সেখানে জারি থাকবে তাপপ্রবাহ। শুক্রবার পর্যন্ত মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।
INDIA: রাঁচিতে ইন্ডিয়া জেটের সভায় মহাবিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি করলেন কংগ্রেস ও আরজেডি সমর্থকরা
তবে মঙ্গলবার থেকে জেলায় জেলায় তাপমাত্রা খানিক কমতে পারে বলে আশ্বাস হাওয়া অফিসের। ওই দুই দিনে দেড় থেকে দুই ডিগ্রি কমবে তাপমাত্রা।