অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পদ্মভূষণ সম্মান দিল কেন্দ্র, সদ্য সেই ঘোষণা হয়েছে, তারপরই ফের প্রকাশ্যে মিঠুনের বিরুদ্ধে তোপ দাগলেন কুণাল ঘোষ। ‘প্রজাপতি’ বিতর্কের পর এবার মিঠুনের পদ্মভূষণ সম্মান নিয়ে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষের। নিজের এক্স হ্যান্ডেলে কুণাল লিখলেন, ‘অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয়।’
কুণালের বক্তব্য, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতার এই সম্মান আসলে অভিনয়ের স্বীকৃতি নয়, তৃণমূলের সঙ্গে বেইমানি করা আর কুৎসা করার পারিশ্রমিক।
গত বছরের শুরুতেই মিঠুন-দেব অভিনীত 'প্রজাপতি' নন্দনে মুক্তি না পাওয়াও একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন কুণাল, বলেছিলেন সে ছবিতে মিঠুন চক্রবর্তীর অভিনয় নাকি একেবারে ভরাডুবি।