৬২৭ বছরের প্রাচীন, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা অনুষ্ঠিত হয় হুগলির মাহেশে। শ্রীরামপুরে এই রথ দেখতে প্রতিবছর লক্ষ লক্ষ ভক্তদের ঢল নামে। জগন্নাথ দেবের মন্দির সংলগ্ন স্নান পীড়ি ময়দানে রথ উপলক্ষে প্রতিবছর ১ মাস ধরে চলে মেলা। প্রতিবছর নতুন সাজে সাজানো হয় রথ। রথের রশিতে টান দিতে এবছরও ভীড় থিক থিক করেছে মন্দির প্রাঙ্গণে।
Sree Bhumi Khunti Pujo: 'পুজোর বাদ্যি বেজেছে', রথের দিন সারা হল শ্রীভূমির খুঁটিপুজো, এবছরের থিম কী জানেন?
মঙ্গলবার বিকেলে মূল মন্দির থেকে জগন্নাথ,বলরাম, সুভদ্রার বিগ্রহ রথে নিয়ে যাওয়া হয়। পরে প্রায় এক কিলোমিটার দুরে মাসীর বাড়ি নিয়ে যায় রথে চাপিয়ে। কথিত আছে, সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী ৬২৭ বছর আগে পুরীতে গিয়ে প্রভু জগন্নাথকে (Jagannath Dham ) ভোগ নিবেদনের জন্য স্বপ্নাদেশ পান। কিন্তু সেই ভোগ তিনি অর্পণ করতে পারেননি। এরপর স্বপ্নাদেশে পাওয়া নিম কাঠ দিয়ে তিন বিগ্রহ তৈরী করা হয়। সেই থেকেই চলে আসছে পুজো